About us

প্রতিষ্ঠানের চেয়ারম্যান/ ব্যবস্থাপনা অংশিদার ও ব্যস্থাপনা পরিচালক/ অংশিদার বিভিন্ন ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানের পরিচালনায় অভিজ্ঞ ও শিক্ষিত। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎপাদনশীল কারখানা ও ট্রেডিং ব্যবসার সাথে জড়িত থেকে অভিজ্ঞতা অর্জন করেছে। তাদের অভিজ্ঞতা নিম্নে উপস্থাপন করা হয়েছে।

ক) হাজী মোহাম্মদ আরব আলী (বয়স প্রায় ৭২ বছর) পিতা- মরহুম হাজী মারফত আলী, মাতা- রহিমা বিবি, ঠিকানা- বর্তমান ঃ- ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা, স্থায়ী ঠিকানা- গোলা- পরায়ের দীঘির পাড়, পঞ্চসার, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। তিনি আমাদের এ. এস. এম. গ্রুপের চেয়ারম্যান, এ. এস. এম নেট ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা অংশিদার, শিকড় কম্পোজিট এগ্রো লিমিটেড ও পদুনাপুর ডেইরী লিমিটেডের চেয়ারম্যান, আযান ট্রেডার্স ও শাহ আলী ভান্ডার এর মালিক। তিনি প্রায় ৪০ (চল্লিশ) বছর ধরে ব্যবসায় নিযুক্ত আছেন। তিনি একজন উদ্যমী, অভিজ্ঞ, ব্যবসায়িক অভিজ্ঞতা, দূরদর্শী দৃষ্টি এবং সফল ব্যবসায়িক পরিচালক। তার ব্যবসায়ীক জীবনে আল্লাহ্র মেহেরবাণীতে কখনও বিফল হননি। মহান আল্লাহর নিকট তার দীর্ঘায়ু কামনা করি।

খ) আবু তাহের সনি (বয়স প্রায় ৪০ বছর) পিতা- হাজী মোহাম্মদ আরব আলী মাতা- সালমা আলী, ঠিকানা- বর্তমান ঃ- ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা, স্থায়ী ঠিকানা- গোলাপরায়ের দীঘির পাড়, পঞ্চসার, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। তিনি আমাদের এ. এস. এম. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এ. এস. এম নেট ইন্ডাস্ট্রিজ এর অংশিদার, শিকড় কম্পোজিট এগ্রো লিমিটেড ও পদুনাপুর ডেইরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দোয়া এন্টারপ্রাইজ ও শিকড় এগ্রিকালচার নেট ইন্ডাস্ট্রিজ এর মালিক। তিনি প্রায় ১৫ (পনের) বছর ধরে ব্যবসায় নিযুক্ত আছেন। তিনি একজন শিক্ষিত, উদ্যমী, অভিজ্ঞ, ব্যবসায়িক অভিজ্ঞতা, দূরদর্শী দৃষ্টি এবং সফল ব্যবসায়িক পরিচালক । মহান আল্লাহর নিকট তার দীর্ঘায়ু কামনা করি।